Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জুমার খুৎবায় মাওলানা কামরুল ইসলাম শিবলী আল্লাহ যাদের উপর অসন্তোষ্ট তাদের ধন সম্পদ আযাবের কারণ হবে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ সদর থানা মসজিদে জুমার খুৎবায় মাওলানা কামরুল ইসলাম শিবলী বলেছেন- যারা প্রকৃত মুমিন তারা হচ্ছেন জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ যাদের উপর সন্তোষ্ট, তাদের চিন্তার কোনো কারন নেই। কিন্তু যাদের উপর আল্লাহ অসন্তোষ্ট, তারা পৃথিবীতে যত সুখ সাচ্ছন্দের মধ্যে থাকুক না কেন, তারা যত ধন সম্পদের মালিকই হোন না কেন, তাদের ধন সম্পদ আযাবের কারণ হবে। তারা চিরদিন জাহান্নামে থাকবে। প্রশ্ন হচ্ছে মুমিনদের মধ্যে সফল কারা? যারা ইমান এনেছে, ইমান আনার পরে ঘোষনা করে, আমার একমাত্র রব আল্লাহ, যারা নেক আমল করেছে, যারা একাগ্রতার সাথে সালাত আদায় করেছে, যারা অনর্থক কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকে, যাকাত প্রদান করেছে, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে, সবর করেছে, তারাই সফল, তারাই জান্নাতের উত্তরাধিকারী। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে হিসাব নিকাশ করে জাকাত প্রদান করতে হবে। যাকাত দেয়া হল ফরজ। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যারা যাকাত আদায় করবে না, তাদেরকে সম্পদের জন্যই জাহান্নামে প্রেরণ করা হবে। যারা দুনিয়ার সম্পদকে সুখের মাধ্যম মনে করে, সম্পদকে অধিক প্রিয় মনে করে, সেই সম্পদ আখিরাতে কষ্টের কারণ হতে পারে। মাওলানা শিবলী ৩১ মিনিটের জুমার খুৎবায় সকলকে ইসলামের বিধি বিধান মেনে চলার আহবান জানান।