Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দিনারপুরে শীতকালীন মহড়ারত সেনা সদস্যের মৃত্যু

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ারত সাজ্জাদুল ইসলাম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট ক্যান্টমেন্ট এর সেনা সদস্য সাজ্জাদুল ইসলাম দায়িত্ব পালনকালে মারা যান।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়- বেশ কিছুদিন ধরে শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট ক্যান্টমেন্ট এর সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার রাতে সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুড়তে যান। এ সময় হঠাৎ মাটি ভেঙ্গে তার উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সামিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাজ্জাদুল ইসলাম নামে একজন সেনা সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ হাসপাতালে আসেন এবং সাড়ে ৯টার দিকে মৃতদেহ নিয়ে চলে যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পের একজন সৈনিক বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।