Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের কর্মী সভায় বাউল শিল্পীদের গানের অধিকার হরণ না করার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনকে গতিশীল করার লক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে ফেডারেশনের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মজনু শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ গোপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ইদু শাহ, জাহাঙ্গীর আলম, বিপুল রায়, শেখ সেবুল আহমেদ, সবুজ আহমেদ, কামাল খান, ইতিশাহ, হাবিবুর রহমান, বাউল নিজাম উদ্দিন ভান্ডারী, কবির খন্দকার, সোনাই মিয়া, হোসেন মিয়া, মোঃ হারুন মিয়া, জসিম উদ্দিন, শান্তা ইসলাম, লাবনী সরকার, ফারজানা আক্তার, তাছলিমা আক্তার তাছি, জাবেদ মিয়া, বিরহী রাজু, বাউল ভিখারী ফজল, মালেক মিয়া, জয়নাল মিয়া প্রমূখ। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। কর্মীসভায় জেলার শতাধিক বাউল শিল্পী, যন্ত্রিক, সাউন্ডকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় বক্তারা বলেন-বাউল গান সংগীত প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। যে কারণে বাউল গান শুনতে দেশের মানুষ আগ্রহী। হবিগঞ্জের বিভিন্ন স্থানে এ মৌসুমে মাজারগুলোতে বাউল গান হয়। সেখানে বাউল শিল্পীরা কোন ধরণের অশ্লীল গান পরিবেশ করেন না। কিন্তু সম্প্রতিকালে জেলা প্রশাসনকে কে বা কারা ভুল বুঝিয়ে মাজারগুলোতে গান বন্ধ রেখেছে। অথচ ওই বাউল গান থেকে উপার্জিত টাকায় বাউল শিল্পীদের চালাতে হয়। মাজারে বাউলসহ আধ্যাত্মিক গানগুলো বন্ধ করায় হবিগঞ্জের শতাধিক বাউল শিল্পীরা পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। তারা মানবেতর জীবন যাপন করছেন। বাউল শিল্পীদের গানের অধিকার হরণ করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এ ছাড়ায় সভায় সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনসহ আরো কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।