Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনয়াতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনডোর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল। এর আগে হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও খেলাধুলা উপ-কমিটির আহবায়ক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় ও হবিগঞ্জ প্রেসকাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, আব্দুল হালিম, শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, প্রদীপ দাস সাগর, শাকিল চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, এসএম সুরুজ আলী, মুজিবুর রহমান, নূরুল হক কবির, ফয়সল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, মঈন উদ্দিন আহমেদ, আনিছুজ্জামান চৌধুরী রতন, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, এমএ আজিজ সেলিম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, নায়েব হোসাইন প্রমূখ। আলোচনা সভা ও উদ্বোধন শেষে শুরু হয় দাবা, কেরাম ও লুডু খেলা। খেলায় প্রতিযোগীদের মধ্যে তুমুল প্রতিদ্ধন্দ্বিতা হয়। শুরু হয় টান টানা উত্তেজনা। ক্লাব সদস্যদের প্রত্যাশা সারা বছরই যেন এমন জমজমাট আয়োজন থাকে হবিগঞ্জ প্রেসক্লাবে। খেলা চলাকালীন সময়ে হৈ হুল্লুরে জমে উঠে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনয়াতন। এদিকে, ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আউটডোরের খেলা হবে আগামী ২৬ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টায় জালাল স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হবে। এতে ক্লাব মেম্বাররা ছাড়াও তাদের স্ত্রী ও সন্তানদের জন্য রয়েছে বিভিন্ন ইভেন্ট। আউটডোর গেমসে দৌড়, গোলক ও চাকতি নিপেসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। এছাড়াও কাব সদস্যরা লাল দল ও সবুজ দলে বিভক্ত হয়ে লড়বেন ফুটবল ও ক্রিকেটে। সার্বিক খেলা পরিচলনা করবেন খেলাধুলা উপ-কমিটির সদস্য ও হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাকারিয়া চৌধুরী ও খেলাধুলা উপ-কমিটির সদস্য, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন।