Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর যুবলীগ সহ-সভাপতি এনামুল হক শাহীন নিখোজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক ও হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি এনামুল হক শাহীন গতকাল রাত থেকে নিখোজ রয়েছেন। সে স্টাফ কোয়াটার এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত কিতাব আলীর পুত্র। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, পিতা হত্যা মামলাটি শাহীন পরিচালনা করে আসছে এ কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। গত শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে অজ্ঞাত ব্যক্তি ফোনে তাকে গতকাল শনিবারের মধ্যে হত্যার হুমকি দেয়। এ সময় ফোনে তাকে জানানো হয়, তার আত্মীয় স্বজনের মাধ্যমেই তাকে হত্যা করা হবে। ঘটনার পর পরই শাহীন জিডি করার জন্য থানায় ছুটে গেলেও পরবর্তীতে জিডি না করে বাসায় ফিরে যান। এর পর থেকে শাহীন অস্থিরতায় ভোগছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শাহীন বাসা থেকে বেরিয়ে আসে। সাড়ে ১২টার দিকে তার চাচাতো ভাই হান্নানের মোবাইলে ফোন দিয়ে সে কোথায় জানতে চায়। হান্নান জানান, শাহীন তাকে ফোন করে সে কোথায় জানতে চায়। এ কথা বলার সাথে সাথে তার নিকট থেকে কে বা কারা মোবাইলটি নিয়ে যায়। এর পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। হান্নান আরো জানান, কথা বলার সময় সে গাড়ী দিয়ে কোথাও যাচ্ছে বলে মনে হচ্ছিল। এব্যাপারে গতকাল রাতেই শাহীনের চাচাতো ভাই আব্দুল হান্নান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০১৩ সনের ২ মার্চ শহরে স্টাফ কোয়াটার রোডস্থ দোকানে শাহীনের পিতা ব্যবসায়ী কিতাব আলীকে হত্যার চেষ্ঠা চালায় দুর্বৃত্তরা। দীর্ঘ দিন চিকিৎসার পর কিতাব আলী মারা যান।
এ ব্যাপারে শাহীনের ভাই বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলেও শাহীন মামলাটি পরিচালান করে আসছিল।