Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্ব বন্ধু দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ রোববার বিশ্ব বন্ধু দিবস। প্রতি বছর আগষ্ট মাসের প্রথম রোববার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে নানা আয়োজনের মধ্য দিয়ে।
শুভেচ্ছা আদান-প্রদানের নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় শুভেচ্ছা কার্ডের প্রচলন হারিয়ে যেতে বসেছে। তারপরেও বন্ধু দিবসের কার্ড তুলে দেবেন বন্ধুর হাতে বন্ধু।
পাশাপাশি ফুল, চকোলেট, অন্যান্য উপহার সামগ্রী দেবেন কেউ কেউ। সামাজিক ওয়েবসাইট ফেইসবুক, টুইটার, মোবাইল ফোনে চলবে এসএমএস, আদান-প্রদান।
১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের প্রথা চালু হয়। ইতিহাস মতে, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগষ্টের প্রথম শনিবার। হত্যার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্বহত্যা করেন। সে সময় বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুত্বের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আইন করে আগষ্ট মাসের প্রথম রোববারকে আন্তর্জাতিক বন্ধু দিবস ঘোষণা করে। সেই থেকে আগষ্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।