Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসুচীর মধ্য দিয়ে হবিগঞ্জে মহান বিজয় দিবসের ৫১তম বর্যপুর্তি পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয়ে জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম পুস্পস্তবক অর্পন করেন। এছাড়ার মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা পেশার লোকজন স্মৃতিসৌধ দূর্জয়ে পুস্পস্তবক অর্পন করেন। পরে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলায় আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।