Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির ॥ বাঙালি জাতি বিজয়ের আনন্দ উপভোগ করেছিল বঙ্গবন্ধু দেশে ফেরার পর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগের অনেক ত্যাগ-তীতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও সেদিন বাঙালি জাতির মধ্যে বিজয়ে আনন্দ লক্ষ্য করা যায়নি। বাঙালি জাতি বিজয়ের স্বাদ উপভোগ করেছিল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।
মহান বিজয় দিবস উপলক্ষে তিনি গতকাল হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এমপি আবু জাহির আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা, যারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল তারা এখনও ঘাপটি মেরে বসে আছে। তারা এদেশের ক্ষতি করতে চায়। এ বিষয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহবাজ চৌধুরী, অ্যাডভোকেট নূরুল কবির টুকন, ইকরাম হোসেন, আব্দুল আজিজ ইউনুছ, দেলোয়ার হোসেন দিলু, পৌর আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, মাখন পাল, মিজানুর রহমান, মোস্তফা কামাল সংগ্রাম, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন সর্দার, কুতুব উদ্দিন, খোকন তালুকদার, সত্যজিত দাশ রনি, শেখ আব্দুল হান্নান, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, সোহেল রানা তালুকদার, আরিফ মাহমুদ মজনু, আব্দুস সালাম, শামীম খান, আজিজুর রহমান খান, রাজন কুড়ি, সাইফুর রহমান রিপন, মমরাজ আহমেদ প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক অমীয় রায়।