Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্য ভূমিতে শ্রদ্ধাঞ্জলি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন এর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় প্রাঙ্গনে ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে ১১ জন সাধারণ নাগরিক কে নির্মম ভাবে হত্যা করে গণ কবর দেয়া হয় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর বাজারের রেল লাইনের পূর্ব পাশে। গতকাল সকালে শায়েস্তাগঞ্জের উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা, মুক্তি যোদ্ধা সন্তান, কলেজ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা পৃথক পৃথক ভাবে তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে বধ্য ভূমিতে পুস্পস্তবক অর্পন করে নীরবতা পালন সহ বিশেষ মোনাজাত করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে পুস্প স্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোঃ মোতাহের হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল, পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ , মুক্তিযোদ্ধা সন্তান সহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।