Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

শায়েস্তাগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর সোমবার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুল নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। “প্রগতিশীল প্রযুক্তি- অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলার নবনিযুক্ত এ্যাসিল্যান্ড ভূমি মোঃ নাহিদ ভূঁইয়া। মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্তুজা আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোরশেদ আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ ভূমি অফিস কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বময় আলোচিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন।