Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বামী-স্ত্রী ও সদস্য পদে ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় নুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া ও তার সহধর্মিণী মাসুমা আক্তার, মোঃ আব্দুস সুবহান সায়েদসহ দুই ইউনিয়নের তিনজন সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে চেয়ারম্যান প্রার্র্থী ও বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া ও তার সহধর্মিণী মাসুমা আক্তার দু’জনেই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদনপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান এর হাতে জমা দেন। একই সাথে অপর প্রার্থী মোঃ আব্দুস সোবহান ছায়েদ চেয়ারম্যান পদ থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার পর চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া অনেক কান্না কাটি করেন। বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহুদিন ধরে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। যাহাতে আমি নির্বাচন না করতে পারি। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার খবর শুনে তার সহধর্মিণী মাসুমা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। একই সাথে সদস্য পদে তিনজন যথাক্রমে ৫নং ওয়ার্ডে নুরপুর ইউনিয়নের মোহাম্মদ আমিনুল হক সুমন, ৭নং ওয়ার্ডের মোঃ কামরুল মিয়া তালুকদার, ব্রাহ্মুন্ডুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে মোঃ জুলফু মিয়া মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানকে জিজ্ঞেসা করলে তিনি বলেন, নুরপুর ইউনিয়নে স্বামী- স্ত্রী দু’জনেই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। প্রতীক বরাদ্দ আজ ১১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর নুরপুর ও ব্রামনডোরা ইউনিয়নে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।