Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ পুলিশের হস্তক্ষেপে রক্ষক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেল পিরিজপুর গ্রাম ॥ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পুলিশের তরিৎ অভিযানের ফলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা থেকে রক্ষা পেয়েছে লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় আজমিরীগঞ্জের পিরিজপুর গ্রামের পয়েন্টের চায়ের দোকানে মুহিত মিয়া ও একই গ্রামের সাবেক মেম্বার কাজল মিয়ার গোষ্টির লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার জের ধরে দুই গোষ্টির লোকজন রাতেই জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকাল মারামারির প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সদের নিয়ে পিরিজপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় একপক্ষের নেতা মুহিত মিয়া (৫৪), তার পুত্র বিপ্লব মিয়া (২৮) ও মাসেদ আলম (৪২) এবং অপর পক্ষের নেতৃত্বদানকারী সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া (৫৫), সালিম মিয়া (৪২) তার পুত্র মুরাদ মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। বিভিন্ন বাড়িতে তল্লাশী চালিয়ে লাঠি, ফিকল, টিনের ঢাল উদ্ধার করা হয়। অভিযান কালে উভয় গোষ্ঠির অন্যান্যরা গ্রেফতার এড়াতে পালিয়ে যায়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জের তাৎক্ষনিক অভিযানে দুই গোষ্টির লোকজন একটি সংঘর্ষ থেকে রক্ষা পেল।
পুলিশ সূত্রে জানা যায়, পিরিজপুর গ্রামে প্রায়ই ছোটখাট বিষয় নিয়ে লোকজন গোষ্টিগত দ্বন্দ্বে লিপ্ত হয়।