Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজালাল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ অসহায়, দুঃস্থ মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী গরীব আলী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রতি বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুঃস্থ, নিঃস্ব, ছিন্নমুল, গরীব, দুঃখী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন তাঁদের নিজ নিজ এলাকায় শীতার্ত অসহায় গরীব-দুঃখী মানুষের পাশে দাড়িয়ে ভূমিকা রাকতে পারেন। তিনি উদাহরণ দিয়ে বলেন অসহায়, এতিম, দ্বীন দুঃখী দিনমজুমদের, পাশে থেকে ট্রাস্টের অন্যতম সদস্য মো. গরীব আলী মানুষের ভালবাসা অর্জন করতে পেরেছেন। তিনি হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
গতকাল ৭ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর অন্যতম সদস্য ফ্র্যান্স প্রবাসী নবীগঞ্জের কৃতিসন্তান মো. গরীব আলী ছাহেব এর অর্থায়নে আয়োজিত অসহায়, এতিম, দিনমজুরদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম ভূঁইয়া, এনডিসি মো. তুহিন হোসেন, হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম খান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান, যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ হবিগঞ্জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ্ মো. আবুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল চৌধুরী, হবিগঞ্জ মডেল মাদরাসার অধ্যক্ষ মুফতী মাওলানা মুস্তাফিজুর রহমান আল আযহারী, জ্ঞানদ্বীন হাই স্কুল এ অধ্যক্ষ মামুন আল ছালেহ প্রমূখ।
বিশেষ অতিথির বক্তৃতায়, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল বলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের মাধ্যমে শিক্ষা উন্নয়নমুলক জনহিতকর কল্যাণে সামাজিক উন্নয়নে এডুকেশন ট্রাস্ট কাজ করে যাচ্ছে। তিনি ট্রাস্টের সদস্য মো. গরীব আলী ছাহেব এর ভূয়সী প্রশংসা করেন।
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবেশ দুষণ মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান বলেন, সামাজিক উন্নয়নে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টিং ট্রেজারারবৃন্দ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, আলিম-উলামা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ।
সভাপতির বক্তৃতায়, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় হবিগঞ্জ জেলা তথা সারাদেশ ব্যাপী হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
পরিশেষে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য ফ্র্যান্স প্রবাসী নবীগঞ্জ তথা হবিগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মো. গরীব আলী ছাহেব উঁনার (পিতা মাতার) নেক হায়াত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতী মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারী।