Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কাজ নিয়ে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানায় উন্নয়ন কাজে স্থানীয় শ্রমিক নিয়োগ না দিয়ে বাহিরের শ্রমিকদ্বারা কাজ করানোকে কেন্দ্র করে স্থানীয় শ্রমিক ও টিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন আশঙ্কা থেকে সুষ্ঠু সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যাডে চেয়ারম্যান নোমান হোসেন লিখিত অভিযোগ দেন। অভিযোগ সূত্রে জানা যায়-বিবিয়ানা গ্যাস ফিল্ডের উন্নয়ন কাজ সম্প্রসারণের জন্য পিল নামক একটি কোম্পানী কাজ পায়। ওই কোম্পানি স্থানীয় শ্রমিকদের নিয়োগ না দিয়ে কিছু স্বার্থন্বেষী মহলের মাধ্যমে ইনাতগঞ্জ ইউনিয়নের বাহিরের লোক নিয়োগ দেয়। এ নিয়ে স্থানীয় শ্রমিক ও পিল কোম্পানির সাব-ঠিকাদারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পিল কোম্পানি দ্রুত চেয়ারম্যান নোমান হোসেনের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এর প্রেক্ষিতে চেয়ারম্যান নোমান হোসেন স্থানীয় শ্রমিক ও সাব-ঠিকাদারকে শান্ত ও ধৈর্য ধারণের অনুরোধ করেন। কিন্তু এরপর একাধিক বার কোম্পানীর লোকজনের সঙ্গে চেয়ারম্যান নোমান যোগাযোগ করলেও কোম্পানি এতে সাড়া দেয়নি। ইতিমধ্যে ওই পিল কোম্পানির লোকজন একটি পক্ষকে নিয়ে ফের কাজ শুরু করায় এলাকার সাব-ঠিকাদার ও স্থানীয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ফলে যেকোনো মুহুর্তে বড়-ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ নিয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বলেন-শ্রমিক ও ঠিকাদারের মধ্যে সমস্যা সমাধানের জন্য আমি একাধিক বার যোগাযোগ করলেও কোম্পানি এতে সাড়া দেয়নি। পরবর্তীতে বিষয়টি আমি স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানকে অবগত করি। তারাও কোম্পানিকে দ্রুত আমার সঙ্গে বসে বিষয়টি মীমাংসার জন্য বলেন। এমপি ও উপজেলা চেয়ারম্যানকে সমাধানের জন্য বসার আশ্বাস দেয় কোম্পানি। তবে ওই কোম্পানি সমাধানের জন্য বসেনি উল্টো একটি পক্ষকে নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন-এ বিষয়টি আমি অবগত হয়েছি, দ্রুত এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে মীমাংসার চেষ্টা করবো।