Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী বানিয়াচঙ্গের অধিকাংশ পাকা রাস্তা প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা ॥ জনদুর্ভোগ চরমে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের সকল এলাকার এল.জি.ই.ডি কর্তৃক নির্মিত পাকা রাস্তা গুলো সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিখ্যাত এই গ্রামটিতে রয়েছে কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, চাকুরীজীবী সহ নানা শ্রেণী পেশার দেড় লাখেরও বেশি লোকজনের বসতি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের ৪টি ইউনিয়নের অধিকাংশ পাকারাস্তা গুলোতে মারাত্মক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, অধিকাংশ ব্রিজ এবং কালভার্টের ঘোরায় দেখা দিয়েছে ভয়ানক গর্ত, ৪নং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের বনমথুরা এলাকা থেকে প্রয়াত শরীফ উদ্দিন আহমেদ এমপি’র বাড়ি হয়ে আস্কর উল্লাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান পর্যন্ত রাস্তার প্রবেশ মুখে কালভার্টের উপরের অংশ ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়েছে। এছাড়াও উক্ত রাস্তাটিতে বেশ কয়েকটি বড় আকারের গর্ত তৈরি হওয়ায় এবং রাস্তার পিচ ঢালাই নষ্ট হয়ে অধিকাংশ স্থানের কংক্রিট বের হয়ে রাস্তার ২ পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় পায়ে হেটে চলাচল করতেও চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে এলাকার বেশ কয়েটি পাড়ার লোকজনকে। এছাড়াও নতুন বাজার থেকে লামা পাড়া হয়ে শরীফখানী যাওয়ার রাস্তায় এবং কান্দি পাড়া যাওয়ার রাস্তাটিতে মারাত্মক ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ২নং ওয়ার্ডেবাসীকে। ২নং ইউনিয়নের আমির খানী এলাকার ব্রিজের ঘোরায় গর্ত হওয়ায় ঝুকি নিয়ে যাত্রীসহ এলাকার লোকজন চলাচল করছে। বাবুর বাজার থেকে চাঁন পাড়া হয়ে বড় বাজার এবং আদর্শ বাজারের রাস্তা সহ বড় বাজার, ৫/৬ নং বাজারের যোগাযোগ রাস্তায় মারাত্মক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এসব রাস্তা দিয়ে চলাচল করছে। রাস্তা ভাঙ্গনের ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। গত ১ মাসে এসকল রাস্তায় অন্ততপক্ষে ১৫/২০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ১নং ইউনিয়নের অন্তর্গত উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হুসেন মাষ্টারের বাড়ি সংলগ্ন বড় বাজার থেকে ৫/৬ নং বাজারে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি জায়গায় ভয়ানক গর্ত তৈরি হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে ৮ থেকে ১০ গ্রামের লোকজনকে। এছাড়াও বড় বাজারের উপর দিয়ে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তা এবং বড় বাজার থেকে কামালখানী পর্যন্ত পাকা রাস্তা, বড় বাজার থেকে দেওয়ান দিঘির পাড় হয়ে আদর্শ বাজার পাকা রাস্তা গুলো ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সকল এলাকার লোকজনের সাথে কথা হলে তারা জানান, বানিয়াচং উপজেলায় অসংখ্য ব্রিজ, কালভার্ট সহ পাকা রাস্তা নির্মাণ করা হলেও রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাস পরেই রাস্তা গুলোতে কানা খন্দের সৃষ্টি হয়, অধিকাংশ রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে। রাস্তায় ভাঙ্গন দেখা দেওয়ার সাথে সাথে গর্তগুলো ভরাট করে রাখা হলে রাস্তাগুলোর দশা এ রকম হত না বলেও জানিয়েছেন অনেকেই। উপজেলা সদরের বিভিন্ন এলাকার কালভার্ট ভাঙ্গা, ব্রিজের ঘোরায় মরন ফাঁদ সহ পাকা রাস্তায় সৃষ্ট মারাত্মক সমস্যা গুলো সম্পর্কে উপজেলা এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলামকে অবগত করা হলে তিনি জানান, শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান উপজেলাধীন কালভার্ট, ব্রিজ সহ ভাঙ্গা রাস্তা সংস্কার কাজে বরাদ্দের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে, বরাদ্ধ এলেই সংস্কার কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।