Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সামনে যানবাহন পার্কিং বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ন সড়কসমূহের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের সামনে যানবাহন পার্কিং বন্ধ করার অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ ব্যাপারে তিনি বলেন, ‘হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বেশকিছু প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে অনেকগুলো রয়েছে শহরের প্রধান সড়কে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায়। এ সকল বেশিরভাগ প্রতিষ্ঠানেই নিজস্ব যানবাহন পার্কিং ব্যবস্থা নেই। ফলে দেখা যায় রোগী অথবা রোগীর সাথে আসা লোকজন তাদের যানবাহন হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পার্কিং করে রেখে যান। ফলে শহরের প্রধান সড়কসহ অন্যান্য সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। প্রাইভেট চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানগুলো যাতে তাদের রোগী বা গ্রাহকদের জন্য নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করেন সে ব্যাপারে পৌরসভা ওই সকল প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময় করবে। শীঘ্রই তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।’