Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ দফা দাবীতে অটোরিকশার শ্রমিক সমাবেশ ও কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ অটোরিকশার লাইসেন্স, রুট পারমিট ও শ্রমিকদের জন্য রেশন সহ ১০ দফা দাবীতে গতকাল ৩ ডিসেম্বর স্থানীয় খোয়াইমূখ-রামপুর পয়েন্ট- উমেদনগর-বানিয়াচং রোড-নবীগঞ্জ রোড এর অটোরিকশা মালিক শ্রমিকদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বী লিলু মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক কমরেড পীযূষ চক্রবর্তী, শ্রমিক নেতা মোঃ ধনু মিয়া, মোঃ আবুল হাশেম, মোঃ আলমগীর মিয়া, মোঃ আব্দুস সাত্তার, স্বপন গোপ, আব্দুল কাইয়ুম, মোঃ শামসুল হক, আব্দুর রউফ, আব্দুল আলী, মোঃ আব্দুল জব্বার, মোঃ মারফত আলী প্রমুখ। শ্রমিকদের দাবীনামা পাঠ করে বক্তব্য রাখেন প্রভাষক মৃদুল কান্তি রায় ও শ্রমিক নেতা ফরিদ মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন অটোরিকশার কামড়াপুর-গরুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মহসীন আহমেদ, সহ-সভাপতি মোঃ রউফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিয়া, কালীগাছ তলা-বাইপাস আঞ্চলিক কমিটির সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ জালাল মিয়া, আনোয়ারপুর-বাইপাস আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সহ সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, সহ সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, কোর্ট ষ্টেশন- লাখাই রোড আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মোঃ মহিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মুখলেছ মিয়া প্রমূখ। সভায় বক্তাগণ অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অটোরিকশা শ্রমিকদের দাবী মেনে নেয়ার আহবান জানান এবং শহরের যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে অটোরিকশার লাইসেন্স, শ্রমিক কার্ড ও রুট পারমিট দেয়ার অনুরোধ জানান। শ্রমিকদের জীবনমান সচল ও উন্নত করার জন্য রেশন সহ ১০ দফা দাবী যাহা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি আকারে দেয়া হয়েছে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহবান জানান। সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মারফত আলীকে সভাপতি ও মোঃ পলাশ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে অটোরিকশা- ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার ও মোঃ আব্দুল আলী, সহসাধারণ সম্পাদক শেখ মোঃ মিন্টু মিয়া ও মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন গোপ ও সিজিল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আলীম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রাজু আহমেদ, সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুল শহীদ ও মোঃ মিজান মিয়া, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ হৃদয় মিয়া ও মোঃ আছকির মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আশিক মিয়া, ক্রীড়াসম্পাদক মোঃ মকসুদ মিয়া, সহ-ক্রীড়াসম্পাদক মোঃ আবুল কালাম ও মোঃ ইসমাইল সহ ২১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।