Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লুকড়ায় পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। বুধবার বেলা ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার সানউল্লাহ ও জব্বার হাজীর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। বিরোধীয় দু’পক্ষের দু’নেতা সাবেক মেম্বার সানউল্লাহ ও জব্বার হাজী মারা গেলে জব্বার হাজীর গোষ্ঠীর হাল ধরেন জালাল উদ্দিন ও সানাউল্লাহ গোষ্ঠীর হাল ধরেন আলফু মিয়া।
গত বুধবার ১১ টার দিকে জালাল উদ্দিনের পক্ষের ফরিদ মিয়াকে লুকড়া-মাদনা সড়কে মারধর করে আলফু মিয়ার লোকজন। এর জের ধরে উভয় পক্ষের লোকজন লোকড়া বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হবিগঞ্জ-লাখাই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ফরিদ মিয়া, মাহবুব, আল আমিন, আবুল কালাম, ফজর আলী, আরমান মিয়া, আলামিন মিয়া, সুরুজ আল,ি মোতাহিনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রিচি সহ পার্শ্ববর্তী গ্রামের মুরুব্বীরা সংঘর্ষের ঘটনাটি শালিসে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন।