Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জুমার খুৎবায় মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ॥ রাত জেগে খেলা দেখে উল্লাস করে ঘুমন্ত মানুষকে ডিস্টার্ব করছে তাদের জন্য দোযকের বার্তা রয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী বলেছেন- যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ফুটবল খেলা উপলক্ষে লম্বা লম্বা ব্যানার টাঙ্গিয়ে অর্থ ব্যয় করা হচ্ছে একটা অপব্যয়। যারা এমন কাজের সাথে জড়িত পবিত্র কোরআন হাদিস অনুযায়ী তারা শয়তানের ভাই। তাদের জন্য দোযখের বার্তা রয়েছে। কারণ ভিন দেশী বিধর্মী ইহুদি নাসারাদের সমর্থন করে মাইলের পর মাইল ব্যানার টাঙ্গানোর মধ্যে কোনো অর্থ মূল্য নেই। অযথা অপ্রয়োজনে এসব করা হচ্ছে। একই সাথে বিপরীত চিত্র আশপাশেই দেখা যায়। অনেক গরীব অসহায় মহিলা আছেন যাদের পড়নের জন্য নূণ্যতম কাপড় নেই, অনেক পুরুষ আছেন যাদের নামাজের জন্য কোনো পাঞ্জাবী নেই। গভীর রাত জেগে ফুটবল খেলা দেখছেন, উল্লাশ করছেন, আশপাশে গিয়ে দেখেন অনেক অসুস্থ মানুষ আছে, অনেক শিশু বৃদ্ধ আছেন, অনেক তাহাজ্জুত নামাজী আছেন। তাদেরকে ডিস্টার্ব দেয়ার খেসারত দিতেই হবে। তাদের দেয়া অভিশাপ ভোগ করতেই হবে। অনেক মসজিদের সামনে বড় বড় টিভি লাগিয়ে খেলা দেখার মতো স্পর্দা দেখানো হচ্ছে। আল্লাহর ঘরের প্রতি কোনো সম্মান দেখানো হচ্ছে না, ভয়ভীতি মনে জাগ্রত হচ্ছে না, প্রশ্ন হচ্ছে আমরা কেমন মুসলমান। মাওলানা নবীনগরী বলেন- সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা পিতা মাতার কর্তব্য। সু সন্তান দুনিয়া এবং আখেরাতের জন্য ভাল। সন্তানদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারা সন্তানদেরকে হত্যার সামিল। শুধু জানে মারলেই হত্যা হয় না। ইচ্ছাকৃত যুদ্ধ লাগিয়ে রাখা, জিনিস পত্রের মূল্য বৃদ্ধি করা মানুষকে হত্যার সামিল। সবসময় আলেম ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে। তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আলেম ওলামাদের সান্নিধ্য আপনার বেহেশত নসিব হয়ে যেতে পারে। কেয়ামতের দিন বেহেশতের টিকিট পাওয়া মুসলমান যা চাইবে তাই দেয়া হবে। একজন বেহেশতী মুসলমান তার কোনো ভাইকে বেহেশতের জন্য সুপারিশ করলে সেই সুপারিশ আল্লাহ ফিরিয়ে দেবেন না। কাজেই প্রত্যেক মুসলমানের উচিৎ ওলি আওলিয়া আলেম ওলামা আম্বিয়া কেরামগনের সান্নিধ্যে থাকা। আল্লাহ, রাসুল, ইসলামের প্রতি আবেগ থাকতে হবে। অন্য কিছুর প্রতি আবেগ থাকা ভাল না। ইহুদি নাসারা খেলোয়াড়দের প্রতি আবেগ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ৩৭ মিনিটের জুমার খুৎবায় আল্লামা নবীনগরী সকলকে ইসলামের বিধি বিধান মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।