Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃটেনের কার্ডিফ শহরে ঈদ-উল ফিতর উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারাবিশ্বের মুসলিম উম্মার ন্যায় বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে অবস্থানরত মুসলিম কমিউনিটি আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। কোলাকুলির মাধ্যমে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, এ যেন এক প্রাণের বন্ধন। গত ২৮ জুলাই সোমবার বৃটেনের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারে স্থানীয় সময় সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বদরুল হক ও দ্বিতীয় জামাত পরিচালনা করেন ক্বারী শাহ তসলিম আলি।
রিভারসাইড জালালীয়া মসজিদের প্রথম জামাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মো: বশির উদ্দিন, দ্বিতীয় জামাত পরিচালনা করেন হাফিজ খায়রুল আলম।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারের সেক্রেটারী মকিস মনসুর আহমদ ও জালালিয়া মসজিদের সেক্রেটারী আলহাজ্ব মো: লিয়াকত আলী ঈদের শুভেচ্ছা মোরকসহ স্ব স্ব মসজিদে সার্বিক সহযোগিতার জন্য ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। শাহজালাল মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ট্রেজারার হারুনুর রহমান, জয়েন্ট সেক্রেটারী জুবায়ের চৌধুরী, সহ-ট্রেজারার মো: দিলওয়ার চৌধুরী, শেখ মো: আনোয়ার, মতিউর রহমান, হান্নান মিয়া ও সৈয়দ রিপনসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।