Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাপ্তাহিক বর্তমান হবিগঞ্জ’ পত্রিকা প্রকাশের লক্ষ্যে বানিয়াচং প্রেসক্লাবে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ ‘বর্তমান হবিগঞ্জ’ নামে ডিক্লেয়ারেশনপ্রাপ্ত নতুন একটি সাপ্তাহিক পত্রিকা হবিগঞ্জ জেলা সদর থেকে প্রকাশের লক্ষ্যে প্রত্যেক উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন পত্রিকা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বুধবার (৩০ নভেম্বর) বানিয়াচং প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং জনাব আলী সরকারি ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রকাশিতব্য সাপ্তাহিক বর্তমান হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট ইমরোজ ফরিদ খান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পত্রিকাটির সহকারী সম্পাদক অ্যাডভোকেট মোঃ জামাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সময় টিভির হবিগঞ্জ জেলার ভিডিও জার্নালিস্ট ও বানিয়াচং প্রেসক্লাবের সাবেক আহবায়ক কন্ঠশিল্পী একে আজাদ, বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিনর বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিম, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ’র বানিয়াচং প্রতিনিধি নজরুল ইসলাম তালুকদার, কবি ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিতেষ কুমার বৈষ্ণব, সাংবাদিক হৃদয় হাসান শিশির প্রমূখ। সভায় পত্রিকাটির সাফল্য কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ৪ পৃষ্ঠার এই পত্রিকাটি আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে জানিয়েছেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট ইমরোজ ফরিদ খান।