Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবীতে স্টুডেন্টস ইউনিটির মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনে শিশু হত্যাকাণ্ড বন্ধের দাবীতে এবং গাজাকে মুক্ত করার আহবান জানিয়ে হবিগঞ্জ শহরে মানববন্ধন করেছে স্টুডেন্টস ইউনিটি। ঈদের দিন বিকালে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের নেতারা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বৃন্দাবন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী আলী, জয়, শিহান, কিরন, লিমন, সাজু, লায়েক, তারেক, সাব্বির ও তাদের বন্ধুদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রুবেল আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশবিদ শরিফ জামিল। মানববন্ধনে বলা হয়, গাজায় যুদ্ধ চলছে না, সেখানে হত্যাকাণ্ড পরিচালনা করছে ইসরাইল। ইসরাইলী সৈন্যরা গাজায় শিশুদেরকে টার্গেট করে হত্যাকাণ্ড পরিচালনা করছে। মানবাধিকার সেখানে প্রতিনিয়ত লংঘিত হচ্ছে। বিশ্ব বিবেক সেখানে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। গাজায় শিশুদের রক্ষায় এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বসহ বিবেকবান মানুষকে এগিয়ে আসারও আহবান জানানো হয় মানব বন্ধনে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, পরিবেশবিদ তোফাজ্জল সোহেল, কন্ঠশিল্পী আশিক, ডাক্তার ইশতিয়াক চৌধুরী রাজ, হাসবী সাইদ চৌধুরী, মোঃ আলমগীর, আহসানুল হক সুজা, আরিফে রব্বানী টিটু, হাফিজুল ইসলাম, আব্দুর রকিব রনি, ফয়জুর রহমান চৌধুরী খোকন, শাহ রাজীব আহমেদ রিংগন, জুবায়েদ হোসেন, মহিবুর রহমান শাওন, আল আমিন, রেজাউল করিম, মুর্শেদ আলম, মহসিন প্রমূখ।