Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শীত এলেও হবিগঞ্জে কমেনি সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

স্টাফ রিপোর্টার ॥ শীত এলেও হবিগঞ্জে কমেনি সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দাপিয়ে দাফিয়ে বেড়েছে দাম। এ নিয়ে দরিদ্র মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছে। চাল, আটা, চিনি, ডাল, সবজি থেকে শুরু করে সবকিছুর দাম আকাশছোয়া।
গতকাল সোমবার শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজারসহ বিভিন্ন বাজার সরেজমিনে দেখা গেছে, আটা কেজি ৬৫-৭০ টাকা। চাল মোটা ৬০-৬৫ টাকা কেজি, চিকন ৮০-৯০ টাকা, চিনি ১০০-১২০ টাকা, টমেটো ১২০ থেকে ১০০ টাকা, সীম ৭০-৮০ টাকা, সহ বিভিন্ন সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা জানান, সবকিছুর দাম দিয়ে কিনতে হয়। এ জন্য বেশি দামে বিক্রি করতে হয়। ক্রেতারা জানান, ৫শ থেকে ১ হাজার টাকা বাজারে নিয়ে এলে মাছ, তরকারি কিনে বাসায় আরেকটি টাকাও নিয়ে যাওয়া যায়না। এরকম চলতে থাকলে দরিদ্র ও সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে।