Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিমেলের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী কীর্তন মিলনমেলার সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং ব্যবসায়ী শিবু পাল, গংগেশ পাল, গৌতম কুমার পাল ও শ্যামল পালের আয়োজনে প্রয়াত পিতা গুরু কুমার পাল জান্টু, মাতা অঞ্জলি রানী পাল, বোন অর্পনা রানী পাল ও পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় কানাইপুর অঞ্জলি নিকেতনে প্রাণকৃষ্ণ পালের সার্বিক পরিচালনায় ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী কীর্তন গত শুক্রবার বিকালে দধিভান্ডের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্টানের মধ্যে বুধবার রাতে অধিবাস এর মাধ্যমে শুভ সুচনা করা হয়। এতে গীতাপাঠ করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পংকজ ভট্টাচার্য্য, মংগল ঘট স্থাপন করেন গৌর গোপাল গোস্বামী। পরে ওস্তাদ দিপেন্দু দাশ দ্বীপ এবং ওস্তাদ শিক্ষক রাখাল চন্দ্র দাশের পরিচালনায় ভজন সংগীত অনুষ্টানের আয়োজন করা হয়। এতে অধিবাস কীর্তন পরিবেশন করেন কমলগঞ্জের পদাবলী কীর্তনীয়া নারায়ন পাল।
গত বৃহস্পতিবার ব্রাহ্ম মুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী কীর্তন পরিবেশন করেন সাতীরার কুমারী আশালতা মন্ডল, সিলেটের বিধু কুমার চন্দ, বালাগঞ্জের রুপম ধর, কমলগঞ্জের নারায়ন পাল, নবীগঞ্জের কল্পনা সরকার কীর্তনীয়া। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নারায়ন রায়, সুখেন্দু রায় বাবুল, মোঃ গিয়াস উদ্দিন, সাইফুল জাহান চৌধুরী, মুজিবুর রহমান শেফু,বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, মৃনাল কান্তি দাশ, সুখেন্দু পুরকায়স্থ, যুবরাজ গোপ, মোঃ সেলিম তালুকদার, ওয়াহিদুজ্জামান মাসুদ, এডভোকেট পরিতোষ চৌধুরী, ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গলাল রায়, বিপুল চন্দ্র দেব, চন্দ্র দেব, সুবিনয় কর, বিধান ধর, উৎপল চৌধুরী পান্না, প্রমথ চক্রবর্ত্তী রেনু, প্রজেশ রায় নিতন, পবিত্র বনিক, অমলেন্দু সুত্রধর, সাধন চন্দ্র দাশ, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, রাজীব কুমার দে তাপস, জন্টু চন্দ্র রায়, মুহিবুর রহমান চৌধুরী, রতনমনি দাশ বাবুল, শ্যামল চক্রবর্ত্তী, অঞ্জন পুরকায়াস্থ, সুবিনয় পুরকায়াস্থ, সুজিত কুমার পাল, উত্তম কুমার রায়, লিটন দেবনাথ, প্রশান্ত দাশ গুপ্ত খোকনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্টানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের মিলনমেলায় মুখরিত ছিল।