Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৪ দফা দাবী বাস্তবায়নের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আজিজুল ইসলাম সজিব ॥ ৪ দফা দাবী বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে হবিগঞ্জে জেলা মটর মালিক গ্রুপের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন এবং মটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠক শেষে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, ইন্সপেক্টর হাফিজুর রহমান, হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ রায়, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সহ মটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
দীর্ঘ প্রায় ৩ ঘন্টা বৈঠকে প্রশাসনিক হয়রানী বন্ধ, নবীগঞ্জের সালামতপুর ষ্ট্যান্ড পর্যন্ত বাস চলাচল, অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও লাইসেন্স করতে শ্রমিকদের হবিগঞ্জে ডুপ টেস্ট এর ব্যবস্থা করা এবং সাধারণ জনগণের যাতে ভোগান্তি না হয় সেদিক বিবেচনায় রেখে গাড়ি চলাচল নিয়ে বিষদ আলোচনা করা হয়।
জেলা প্রশাসক দাবীগুলো বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
উপরোক্ত বিষয়গুলো বাস্তাবায়নে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএ এর সহকারী পরিচালক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মটর মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে মনিটরিং এর দায়িত্ব দেয়া হয়