Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের চান্দপুর চা বাগানে সমাজ কল্যাণমন্ত্রী শ্রমিকদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহন করছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে চা শ্রমিকদের বেকারত্ব দুরীকরণে তাদের সন্তানদের চাকুরি দেওয়া, দুস্থ ও অসহায় শ্রমিকদের ভাতা চালু করণ, শ্রমিকদের তাদের মজুরী বৃদ্ধিসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের নাচঘরে চা শ্রমিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে চান্দপুর চা বাগানের অবদান অপরিসীম। এ বাগানের অনেকে মুক্তিযোদ্ধা আমার সাথে যুদ্ধ করেছে। তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। তিনি তাদের স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। মন্ত্রী এক পর্যায়ে কমান্ডেন্ট মানিক চৌধুরী সাথে যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তার সুযোগ্য কন্যা এডঃ কেয়া চৌধুরীকে নিয়ে মায়ের গান ধরেন। বাগান ব্যবস্থাপক শামীমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য এডঃ আরিফুল হাই রাজিব, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনছার আলী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ। আঃ হাই প্রিন্সের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, স্বপন সাওতাল, নৃপেন পাল, বীরাঙ্গনা নারী সাবিত্রি নায়েক ও জোৎসা কালিন্দি।