Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর এলাকার ৪টি পয়েন্টে অটো-রিক্সার আঞ্চলিক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার ॥ অটো-রিক্সার নাম্বার প্লেইট ও শ্রমিক কার্ড পাওয়ার দাবিতে চলমান আন্দোলন পরিচালনার এবং যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি শহরের ৪টি পয়েন্টে অটোরিক্সা শ্রমিকদের আঞ্চলিক সভা ও কমিটি গঠন করা হয়। সভাগুলোতে উপস্থিত ছিলেন রিক্সা, ভ্যান, শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ এর আহ্বায়ক পীযূষ চক্রবর্তী, সদস্য সচিব আবুল হাসেম, রাহিমূল চৌধুরী, এনামূল হক, মোঃ আলমগীর মিয়া, আঃ ছাত্তার, বজলুর রহমান, মোঃ ফরিদ মিয়া, রনজন রায় প্রমূখ। সভায় বক্তাগণ অনতি বিলম্বে নাম্বার প্লেইট, শ্রমিক কার্ড প্রদানের জন্য মেয়র মহোদয়ের কাছে জোর দাবী জানান এবং যাত্রীদের ভালো ব্যবহার ও শহরে শৃংখলা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। সভাগুলোতে সর্বসম্মতিক্রমে আঞ্চলিক কমিটি গঠন করা হয়। মহসিন, গোলাম হোসেন, কাইয়ুম, সামছুল সভাপতি। মহিবুর, সঁিজব, মানিক, আব্দাল সাধারণ সম্পাদক। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-
০১। কামড়াপুর বগলাবাজার আঞ্চলিক কমিটিঃ রউফ মিয়া, টেনু মিয়া, ছালেক মিয়া (শ্রমিক নেতা), শফিক মিয়া, জজ মিয়া, ইদ্রিছ আলী, সাইদুর রহমান, সেলিম মিয়া, আল-আমিন, বাচ্চু মিয়া, মোছাদ্দর মিয়া, মাসুক মিয়া, আওয়াল মিয়া, কাউছার মিয়া, হাছন আলী, শাহ আলম, কামরুল হাসান, উপদেষ্টা মোঃ আক্কাছ আলী, মোঃ আব্দুল হান্নান, মোঃ লিটন আহমদ, মোঃ জহিরুল হক শরীফ, মোঃ আঃ লতিফ।
০২। কালীগাছতলা-বাইপাস আঞ্চলিক কমিটিঃ সিরাজ আলী, হেলাল খান, জামাল মিয়া, পরশ মিয়া, নুরুল মিয়া, কাউছার মিয়া, হান্নান মিয়া, রফিক মিয়া, জালাল মিয়া, কোরবান আলী, হৃদয় তালুকদার, সুধীন সরকার, বিপুল রায়, বিজয় রায়, কার্তিক সরকার, শংকর সরকার, কবির মিয়া, সুমন মিয়া, ছাবু মিয়া, রুবেল মিয়া।
০২। আনোয়ারপুর বাইপাস আঞ্চলিক কমিটিঃ- আছকির মিয়া, মনফর আলী, সোহেল মিয়া, রবীন্দ্র দাশ, গোলাম রব্বানী, আহম্মদ আলী, দুলাল মিয়া, আলী আহম্মদ, দুদু মিয়া, রাজু আহমেদ, আছকির মিয়া, বাদশা মিয়া, মানিক মিয়া, বাদল মিয়া, মোতালিব মিয়া, আজম উদ্দিন।
০৪। মোত্তালিব চত্বর-কোর্ট স্টেশন-লাখাই রোড আঞ্চলিক কমিটিঃ- আঃ আউয়াল চৌধুরী, ছাবু আলী, আনোয়ার আলী, ছায়েদ মিয়া, জিলু মিয়া, দুলাল মিয়া, মুখলেছ মিয়া, মহিদ মিয়া, সানু মিয়া, ইদন আলী, আঃ আলী, জাকির মিয়া, জুয়েল মিয়া, আঃ হাই।