Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সরকারী ভূমি উদ্ধার করে ছাতিম বন করেছে উপজেলা প্রশাসন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকারী ভূমি উদ্ধার করে ছাতিম বন সৃজন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর এলাকায় এ বনায়নের উদ্বোধন করেন। প্রায় ৩ শতাংশ পতিত শ্রেনীর সরকারী ভূমি দখলকারীদের হাত থেকে উদ্ধার করে ছাতিম গাছ রোপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী সাংবাদিক মিজানুর রহমান, আইয়ূব খান, সানাউল হক চৌঃ শামীম, ইউপি সদস্যসহ এলাকার জনগনকে নিয়ে এ বাগানে শতাধিক ছাতিম গাছের চারা রোপন করা হয়।