Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পরিষদের বিপুল ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী শপথ গ্রহণ আগামীকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আগামীকাল সোমবার শপথ গ্রহন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন। জেলা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। আগামীকাল ১৪ নভেম্বর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নির্বাচনে অংশ নিয়ে সারা দেশে সর্বোচ্চ ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া নির্বাচনে ৯টি উপজেলা ৯টি ওয়ার্ডে নির্বাচিত সাধারণ সদস্য হবিগঞ্জ সদরে নুরুল আমিন ওসমান, লাখাইয়ে জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জে আব্দুল আজিজ, চুনারুঘাটে আইয়ূব আলী, মাধবপুরে সৈয়দ মোঃ শামীম আনোয়ার, বাহুবলে আলাউর রহমান সাহেদ, আজমিরীগঞ্জে মোঃ ফেরদৌস মিয়া, বানিয়াচংয়ে মোঃ ইমরান মিয়া, নবীগঞ্জে শেখ শফিকুজ্জামান এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে শিরীনা আক্তার, ২নং ওয়ার্ডে শাম্মী আক্তার সুমি ও ৩নং ওয়ার্ডে রাহেলা মারুফ স্মৃতি ও শপথ গ্রহণ করবেন।
নির্বাচনে অংশ নিয়ে সারা দেশে সর্বোচ্চ ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া নির্বাচনে ৯টি উপজেলা ৯টি ওয়ার্ডে নির্বাচিত সাধারণ সদস্য হবিগঞ্জ সদরে নুরুল আমিন ওসমান, লাখাইয়ে জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জে আব্দুল আজিজ, চুনারুঘাটে আইয়ূব আলী, মাধবপুরে সৈয়দ মোঃ শামীম আনোয়ার, বাহুবলে আলাউর রহমান সাহেদ, আজমিরীগঞ্জে মোঃ ফেরদৌস মিয়া, বানিয়াচংয়ে মোঃ ইমরান মিয়া, নবীগঞ্জে শেখ শফিকুজ্জামান এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে শিরীনা আক্তার, ২নং ওয়ার্ডে শাম্মী আক্তার সুমি ও ৩নং ওয়ার্ডে রাহেলা মারুফ স্মৃতি ও শপথ গ্রহণ করবেন।