Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর বিএনপির সভায় জি কে গউছ ১৯ নভেম্বর সিলেট বিভাগের মানুষ আওয়ামীলীগকে হলুদ কার্ড দেখাবে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ১৯ নভেম্বর সিলেট বিভাগের মানুষ আওয়ামীলীগকে হলুদ কার্ড দেখাবে। মানুষ আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্তি চায়। মানুষ বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায়। খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে না। খালেদা জিয়ার মুক্তি মানেই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া। তাই আওয়ামীলীগের পতন নিশ্চিত করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ যতই বাঁধা বিপত্তি সৃষ্টি করুক ১৯ নভেম্বর সিলেটের জনস্রোত ঠেকাতে পারবে না। সকল বাঁধা অতিক্রম করেই এই সমাবেশ সফল করা হবে।
তিনি গতকাল শুক্রবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ পৌর বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জি কে গউছ আরও বলেন- বিএনপি শান্তিপূর্ন কর্মসূচীতে বিশ্বাস করে। বিএনপিকে মানুষ ভালবাসে, তাই মানুষের ক্ষতি হয় এমন কর্মসূচী বিএনপি দিচ্ছে না। অতিতে হরতাল করেছে বিএনপি আর গাড়ী পুড়েছে আওযামীলীগ, হরতাল করেছে বিএনপি আগুন দিয়েছে যুবলীগ, হরতাল করেছে বিএনপি মানুষের দোকানে ডাকাতি করেছে শ্রমিকলীগ, আওয়ামীলীগের এই অপকর্মের কথা আওয়ামীলীগ নেতারাই শিকার করেছে, বাংলাদেশের মানুষ পত্র-পত্রিকার মাধ্যমে এসব জেনেছে। তাই সুষ্ঠ নির্বাচন দিতে আওয়ামীলীগ ভয় পায়। তারা জানে দেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামীলীগ নেতাদের জামানত থাকবে না। এ জন্যই আওয়ামীলীগ ভোট ডাকাতি করে, ইভিএমে ডিজিটাল কারচুপি করে আবারও দেশের মতা দখল করতে চায়। এই আওয়ামীলীগকে আর দেয়া হবে না। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
হবিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মর্তুজা আহমেদ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নাজমুল হোসেন বাচ্ছু, আবুল কালাম মাষ্টার, শাহ আলম চৌধুরী মিন্টু, মুজিবুর রহমান মুজিব, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, লিটন আহমেদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, আব্দুল গফুর, আব্দুল হক, ওয়ার্ড বিএনপি নেতা কামাল খান, সাহেব আলী, আব্দুর রউফ, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, বিজয় বাবু, জুনেদ আহমেদ, ইলিয়াছ আহমেদ, হারিস মিয়া, দুদু মিয়া, গোলাপ খান, আজিম উদ্দিন, সাইদুর রহমান, নাইম আহমেদ, জিয়াউর রহমান রিপন, লাল মিয়া, বশির মিয়া, শিহাব আহমেদ, আনিসুজ্জামান জেবু, কাজল মিয়া, ইকবাল হোসেন, শাহিদ মিয়া, লতিফুর রহমান বজলু, অলিদ মিয়া, বাদল মিয়া, আব্দুর রাজ্জাক বকুল, আকর আলী, রুহুল আমিন, নাসির উদ্দিন, সুরত আলী, গাজী খান আফজল, জয়নাল আবেদিন, শাহ সাহান, আব্দুল আহাদ মনা, মিজানুর রহমান শরীফ, জলিল মিয়া, সফিক মিয়া, সফিকুল ইসলাম, শামসু মিয়া, আনোয়ারুল ইসলাম আনু, সেলিম মিয়া, আব্দুস সালাম, আমজাদ হোসেন, আকলাখ মিয়া, গাজী রিপন, হাসান আলী, মানিক মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।