Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন সরকারী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের পুনর্মিলনী ১২ নভেম্বর

স্টাফ রিপোর্টার ॥ ১২ নভেম্বর বৃন্দাবন সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। রিইউনিয়ন আয়োজন কমিটির আহ্বায়ক কাওছার আহমেদ রোমেল স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তি বল্ াহয়েছে- ১৯৯৮ সালে কলেজে অনার্স চালু হবার পর থেকে ২৪টি ব্যাচ অনার্স অধ্যয়ন করেছে। দুই যুগ পেরিয়ে ২৫ বছর পুর্তিতে ওই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় অতিথিসহ ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, ব্রাহ্মনবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ, সিলেট এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
রিইউনিয়ন আয়োজন কমিটির আহ্বায়ক কাওছার আহমেদ রোমেল এর সভাপতিত্বে ও বিভাকর বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন এইচ এম মাসুক।
পুনর্মিলনী কর্মসুচির রয়েছে র‌্যালী, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত সংস্কৃতি চর্চা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় সহ খ্যাতমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।