Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা বিএনপির কাউন্সিল আগামী ৯ নভেম্বর

নবীগঞ্জ প্রতিনিধি \ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর আগামী ৯ নভেম্বর নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাউন্সিলকে কেন্দ্র করে তৎপরতা চালাচ্ছেন পদ প্রত্যাশীরা। নবীগঞ্জে বিএনপির সম্মেলনের আয়োজনে উজ্জীবিত নেতাকর্মীরা। গতকাল শনিবার প্রার্থীতা যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ দেয়ার কথা। এরই মাঝে সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন বলে দলীয় সূত্র জানায়। এদিকে প্রধান নির্বাচন কমিশনারকে কেন্দ্রীয় বিএনপির দেয়া এক পত্রে উল্লেখ রয়েছে, যাদের দলের কার্যক্রমে দশ বছর ধরে দলীয় কোন কর্মসূচিতে অংশ গ্রহন নেই এমন কেউ কাউন্সিলে দলীয় কোন পদে অংশ নিতে পারবেনা।
নির্বাচন কমিশনার জানান, তাদের কাছে অভিযোগ রয়েছে মতিউর রহমান পেয়ারা তিনি দীর্ঘদিন যাবত দলের কোন কাযক্রমে উপিস্থিত ছিলেন না। এমন অভিযোগের কারনে তার প্রার্থীতার সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর নেয়া হবে বলে প্রধান নির্বাচন কমিশনার এডঃ মুদ্দত আলী জানান।
এদিকে গতকাল যাচাই বাচাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেয়া হয়। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা শ্রমিকদলের সভাপতি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মজিদুল করিম মজিদ, বিএনপি নেতা সফিউল আলম, সাংগঠনিক সম্পাদক পদে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, বিএনপি নেতা শাহেদ তালুকদার, সাবেক ছাত্র অলিউর রহমান অলি। নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। সভাপতি প্রার্থীদের দিন-রাত চলছে নির্ঘুম প্রচারণা। আগামী ৯ নভেম্বর উপজেলায় ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন।