Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পার্টিকে আরো একবার ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ-সাবেক এমপি বাবু

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ কুর্শি ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন ও দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত ঝাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাবাজারে ইউনিয়ন জাতীয় পার্টি আহŸায়ক শাহ ফরিদুল ইসলাম ফরিদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহŸায়ক সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। প্রধান অতিথির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে হলে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ওয়ার্ডকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে। দলের তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে জাতীয় পার্টির প্রাণ। পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন শক্তিশালী সংগঠন। যে সংগঠনের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক আদর্শ দিয়ে এ দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের কথা বলবে। তিনি সম্মেলনে আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না। দেশের জনগণের উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দারিদ্রতা ম্ক্তু করতে জাতীয় পার্টিকে আরো একবার ক্ষমতায় দেখতে চাই দেশের জনগণ। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে এ দেশের সাধারণ মানুষের তাদের ভাগ্যের পরিবর্তন হয়। গরীব থেকে উচ্চবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা থাকে সীমাবদ্ধতায়। ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আফজল মিয়ার সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহŸায়ক সাংবাদিক সরওয়ার সিকদার জাপানেতা শাহ ফারছু মিয়া, সামছুল ইসলাম, মাষ্টার নজরুল ইসলাম, আবু ইউছুফ, সৈয়দ ইমরান আহমেদ, অলিদুর রহমান অলিদ, মুজাহিদ আহমেদ শাহীন, আব্দুল হাই, ফারুক মিয়া, হারুন মিয়া, ইউছুফ মিয়া, গুলেমান খান, মাওলানা মাসুকুর রহমান, আবুল বাসার শিপন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুন্না, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, মহিলা পার্টির সভাপতি নুরজাহান বেগম চম্পা, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক সভাপতি খালেদ চৌধুরী, সাধারন সম্পাদক মৌলদ হোসেন জনি, শ্রমিক পার্টিনেতা আফজল মিয়া, ছাত্র সমাজের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক নিয়ামুল করিম অপু, যুবসংহতিনেতা তোফায়েল আহমেদ সায়েদ, দুরুদ মিয়া, জাবেদ মিয়া, সুয়েব আহমেদ, হাফেজ আব্দুল মালিক খাঁন, মহিলা পার্টিনেতা পারুল বেগম চৌধুরী লিলিমা আক্তার সাবেক মেম্বার, ফাহিমা বেগম, শিরিনা বেগম উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে শাহ ফরিদুল ইসলাম ফরিদ কে সভাপতি, আফজাল মিয়াকে সাধারণ সম্পাদক ও আব্দুল হাই কে সাংগঠনিক সম্পাদক করে কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ও পারুল বেগম চৌধুরী কে সভাপতি, ফাহিমা আক্তার কে সাধারণ সম্পাদক ও শিরিনা বেগম সাংগঠনিক সম্পাদক করে জাতীয় মহিলা পার্টি কুর্শি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।