Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার \ বানিয়াচংয়ে পৃথক অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই নাইডুসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগর ব্রীজের পাশ থেকে অভিযান চালিয়ে ৩২৪ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, একই ইউনিয়নের আড়িয়ামুগর নতুন হাটির মৃত এন্ন্যদা সন্নাসী দাসের পুত্র জুয়েল চন্দ্র দাস (৩৫),আগুয়া গ্রামের ললিত রবিদাসের পুত্র শ্যামল রবিদাস (৩৮) ও একই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র শফিক মিয়া (৩৫)। অন্যদিকে পুলিশের আরেকটি দল বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইনাথখানী মহল্লায় একটি জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে। ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই রাকিব হুসেন, এএসআই সাদ্দাম হুসেনসহ একদল পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতখানী মহল্লার মৃত আব্দুল হাই মিয়ার পুত্র কুখ্যাত এলাকার চিহ্নিত জুয়াড়ি লুকু মিয়ার বসত ঘরে অভিযান চালায়। এ সময় উক্ত জুয়ার বোর্ড থেকে নগদ ২৬ হাজার ৮শত টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো, লুকু মিয়া(৪০), ইনাতখানী মহল্লার মৃত তজু (মেম্বারের) পুত্র চনু মিয়া (৪২), দণি নন্দী পাড়ার মৃত সালামত উল্বার পুত্র আমীর উদ্দিন (৩২), নন্দীপাড়ার মৃত জালাল মিয়ার পুত্র মাসুম মিয়া (২৩), নন্দীপাড়ার (ভাদাউড়ির) মৃত শফিক মিয়ার পুত্র শাহিনুর মিয়া (২৮), পাড়াগাঁও মহল্লার মাহমুদ হোসেনের পুত্র মুসাদ্দেক মিয়া(২৮) ও নাগেরখানা মহল্লার মহিবুর মিয়ার পুত্র সাকিল হুসাইন রকি (২৫) মিয়া। পরে ২৭ অক্টোবর ৩ মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে এবং ৭ জুয়াড়িকে জুয়া আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, বানিয়াচং থানা পুলিশ দিনরাত আইনশৃংখলা বজায় রাখতে জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও সকল ধরনের অপরাধ নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।