Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে ১৮ ঘন্টা ছিলো বিদ্যুৎ বিহীন

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ১৮ ঘন্টা ছিলো বিদ্যুত বিহীন। এতে শহরবাসী চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে গেছে। বারবার ফোন দিয়েও বিদ্যুত অফিস থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। গত সোমবার থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকাল থেকেই বিদ্যুত আসে আর যায়। এ যেনো চোর পুলিশ খেলা। বিদ্যুতের লুকোচুরির কারণে শিক্ষার্থীরাও লেখাপড়া করতে পারছে না। অথচ সামনে রয়েছে এইচএসসি পরীক্ষা। বিদ্যুত না থাকায় ঘন অন্ধকারে তাদের পড়ালেখায় বিঘœ ঘটছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। গত সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার ৩টা পর্যন্ত হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, ২নং পুল, মোহনপুর, ঈদগাহ রোড, রাজনগরসহ আরও বিভিন্ন এলাকা বিদ্যুত বিহীন ছিলো। কোনো কোনো এলাকায় বিদ্যুত ছিলো। এ বিষয়ে বিদ্যুত অফিস থেকে বলা হয় ঘর্নীঝড় সিত্রাংয়ের কারণে গাছপালা ও বিদ্যুতের তার ছিড়ায় এ সমস্যা হয়েছে। তবে কাজ চলছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। গ্রাহকদের অভিযোগ আশার বাণী তারা প্রায়ই শুনান। কিন্তু ট্রান্সফরমার বিকল হয়ে গেলেও সময় মতো কাজ করে না। অভিযোগ দিলে দুই একদিন পর এসে সামান্য কাজ করে যায়। কিছুদিন পর আগের অবস্থায়ই হয়।