Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্বখ্যাত সিসমেক্স কোম্পানীর এনালাইজার এক্সএন এল ৫৫০ লঞ্চিং ও সায়েন্টিফিক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্বখ্যাত সিসমেক্স কোম্পানীর এনালাইজার এক্সএন এল ৫৫০ লঞ্চিং ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও বায়োটেক সার্ভিস এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল-এর স্বত্বাধিকারী শেখ আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জমির আলী, ডাঃ শহীদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বানী পত্রিকার সম্পাদক মোঃ শাবান মিয়া, দৈনিক জননী এর সম্পাদক আলহাজ্ব মোঃ আবু লেইছ, সাবেক ডেমোক্রেটিক জুডিশিয়াল ডেলিগেট মঞ্জুর চৌধুরী, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ জি এম মঈন উদ্দিন সাঁকো। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সভায় সিসমেক্স কোম্পানীর অত্যাধুনিক এনালাইজার এক্সএন এল ৫৫০ এর উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন বায়েটেক কোম্পানীর হেড অব এপ্লিকেশন মোঃ আসফার হোসেন। সভায় বক্তারা উন্নত প্রযুক্তির মেডিকেল যন্ত্রপাতির সাহায্যে হবিগঞ্জের চিকিৎসা সেবায় মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল এর স্বত্বাধিকারী শেখ আনিসুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘শুধু সিসমেক্স নয় হায়দার আলী হাসপাতাল বিশ্বখ্যাত সিমেন্স কোম্পানির মেডিকেল যন্ত্রপাতির সাহায্যে রোগীদের বিভিন্ন প্যাথলজি পরীক্ষার রিপোর্ট তৈরী করে এবং বিভিন্ন ধরনের অপাারেশনসহ চিকিৎসা সেবা দিয়ে থাকে। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান শামীম হবিগঞ্জের প্রত্যেকটি ডায়াগনস্টিক সেন্টারে যাতে উন্নত মানের রোগী সেবা হয় তার প্রত্যাশার পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্যাথলজি সেবা প্রদানের উদ্যোগ নেয়ায় মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালের সকলকে ধন্যবাদ জানান।