Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের যুবকসহ ৪ জনকে বি-বাড়িয়ায় আটক করেছে র‌্যাব বিপুল পরিমাণ মাদক জব্দ

মাধবপুর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গতকাল শুক্রবার ৭ অক্টোবর ভোর ৪ টায় ৩৬ বোতল বিদেশী হুইস্কি, ২২ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩। জানা যায়-র‌্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর ব্রীজের নিকট মা-বাবার দোয়া মাছের আড়তের বিপরীত পাশে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করে। আটককৃতরা হলো, মাধবপুর থানার ইটাখোলা গ্রামের অরুন সরকার এর পুত্র রমন সরকার (২২), সিলেট জেলার গোয়াইনঘাট থানার সাং-উপরগ্রাম এর আব্দুর রহমানের পুত্র মোঃ রুহুল আমিন (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বুরুখারা (উত্তর বড়দল) গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার পুত্র মোঃ কফিল মিয়া (২৯) ও নিয়াজ উদ্দিনের পুত্র আকিকুল হক (৩০)। এক বিবৃতিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।