Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি ॥ ‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে মাধবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সুপরামর্শ প্রদান করা হবে এবং সেই সাথে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার কথাও বলেন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, ওসি তদন্ত গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম, প্রভাষক জগদীশ চন্দ্র রায়, চেয়ারম্যান আলাউদ্দিন, মিজানুর রহমান, মাসুদ খান, সৈয়দ সোহেল খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, লিটন রায়সহ প্রমুখ।