Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন দূর্গাপুজা পরিদর্শন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী বিহীত পূজা উপলক্ষে গত ৪ অক্টোবর সোমবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার বিভিন্ন পূজা পরিদর্শন করেন।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু, অর্থ সম্পাদক প্রজেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, সিনিয়র সদস্য মৃণাল কান্তি রায় মিনু, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, ৭নং করগাঁও ইউনিয়নের বড়সাখোয়া-বৈলাকীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত চৌধুরী পিকলু, সাধারণ সম্পাদক হিমাংশু পাল, তারনগাঁও ত্রিনয়নী যুব সংঘের সভাপতি শংকর দাশ, সাবেক সভাপতি কিরন দাশ, মাধবপুর দশভূজা যুব সংঘের সভাপতি শিবুল দাশ, সাধারণ সম্পাদক টিটু দাশ, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি চিনু সূত্রধর, সাধারণ সম্পাদক চন্দন রায়, জাগো হিন্দু সনাতন যুব সংঘের সভাপতি শৈলেন বাদ্য কর, সাধারণ সম্পাদক অরবিন্দু বাদ্যকর, মধ্যসমত সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি অজয় রায়, সাধারণ সম্পাদক অনন্ত রায়, ইছবপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় সূত্রধর, সাধারণ সম্পাদক সুখেন্দু সূত্রধর, ৫নং আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি সনাতন সংঘের সভাপতি মিহির আচার্য্য, সাধারণ সম্পাদক দেবনাথ, ১৩নং ইউনিয়নের সার্বজনীন দুর্গা পূজা সংঘের সভাপতি গোপাল রায়, সাধারণ সম্পাদক কৃপেশ রঞ্জন রায়, ইউপি সদস্য মোঃ ফজল মিয়া, ৫নং ওয়ার্ড মেম্বার ফজল মিয়া, সাবেক ইউপি মেম্বার বীর মুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস, ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বিকাশ দাশের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, সভাপতি বিকাশ দাশ, সাধারণ সম্পাদক স্বপন ধর, মুড়াউড়া মিন্টু ধরের বাড়ী সার্বজনীন পূজা মন্ডপ, সভাপতি মিন্টু ধর, সাধারণ সম্পাদক পরিমল পাল, ৬নং কুর্শি ইউনিয়নের রতনপুর জমিদার বাড়ির পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন কমিটির সভাপতি পিন্টু চন্দ্র রায়, সভাপতি শুভ রায়, সাধারণ সম্পাদক হরিপদ রায়, ৯নং বাউশা ইউনিয়নের রিফাতপুর মহাজন বাড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সরজিত পালের বাড়ী দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দের সাথে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ সময় পূজার শুভেচ্ছা বিনিময় করেন।