Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ‘‘ভাইয়ের মারপিটের শিকার বিধবা এখন সর্দারের কাছে বিচার চাওয়ায় ঘরছাড়া’’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল (৩ অক্টোবর) হবিগঞ্জ থেকে প্রকাশিত সমাচার পত্রিকায় ‘‘বানিয়াচংয়ে ভাইয়ের মারপিটের শিকার বিধবা এখন সর্দারের কাছে বিচার চাওয়ায় ঘরছাড়া’’ শীর্ষক প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে ভাদাউড়ি গ্রামের বিধবা গৃহবধু রাহাতুন বেগম তার ভাই মামুন ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউড়ি গ্রামের সর্দার মালুম উল্বার কাছে বিচার চেয়ে উল্টো এখন ঘরছাড়া হয়ে অন্যের বাড়ীতে রাত্রীযাপন করছেন। মূল ঘটনাকে আড়াল করে এ ঘটনাটিকে ভিন্নখাতে নেয়ার জন্য আমাদের এলাকার সর্দার মালুম উল্বাকে নিয়ে সম্পুর্ন অন্যায়ভাবে মানসম্মান ক্ষুন্ন করতে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। রাহাতুন বেগম এবং তার ভাই মামুন মিয়ার মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিণ্য চলে আসছে। যা এলাকাবাসীসহ সবাই অবগত আছেন। রাহাতুন বেগমের ঘরে তালা লাগানোর বিষয়ে আমাদের সর্দার মালুম উল্বা কিছুই জানেন না। অথচ পত্রিকায় উল্লেখ করা হয়েছে সর্দারের নির্দেশে নাকি ওই মহিলার ঘরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমরা এলাকাবাসী এ অসত্য বানোয়াট ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মোঃ শমসের মিয়া (ইউপি মেম্বার)
আব্দুল খালেক
মুতি মিয়া গ্রাম ঃ ভাদাউড়ি, বানিয়াচং-হবিগঞ্জ।