Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজের পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকদের অভিনন্দন জ্ঞাপন

গত মে মাসে বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষাসপ্তাহ ২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়। কলেজের দুই জন সম্মানিত শিক্ষকসহ সর্বোচ্চ দশ জন শিক্ষার্থী এতে প্রথম পুরস্কার লাভ করেন। উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষকের পুরস্কার লাভ করেন যথাক্রমে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেন ও শরীর-চর্চা শিক্ষক রনজিৎ দাস। সৃজনশীল মেধায় বিজ্ঞান বিষয়ে পুরস্কার লাভ করে একাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্র রকিবুল হাসান। উল্লেখ্য যে, একই বিষয়ে সে জেলায় প্রথম ও বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে। শিক্ষা সপ্তাহে লোকনৃত্যে একাদশ বিজ্ঞানের শামীমা ইসলাম, উচ্চাঙ্গসঙ্গীতে একই শ্রেণি ও বিভাগের শুভজিৎ শীল, ক্বেরাতে মামুনুর রশীদ, লোকসংগীতে একাদশ মানবিকের মিতালি দাস, নজরুল সংগীতে একই বিভাগ ও শ্রেণির মনোহর দাস, সংগীতের তিনটি বিভাগে স্নাতক সম্মান শ্রেণির আবিরা চক্রবর্তী প্রথম, রচনা প্রতিযোগিতায় স্নাতক সম্মানের দৃষ্টি সরকার প্রথম, কবিতা আবৃত্তিতে স্নাতক সম্মানের তানভীর সিদ্দিকী প্রথম ও স্নাতক সম্মানের শাসমিন আক্তার শ্রেষ্ঠ রোভার স্কাউট হওয়ার গৌরব অর্জন করে। এ সময় অধ্যক্ষের কক্ষে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান ছাড়া আরও যাঁরা উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম, সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার, প্রভাষক তপন কুমার হীরা, প্রভাষক প্রসূন আচার্য, প্রভাষক মেহরাব হোসেন, প্রভাষক শিমুল জাহান, প্রভাষক আঙ্গুর খান, প্রভাষক শাহ আলম, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক বিদুর কান্তি দাস, প্রদর্শক সুদাম দাস, সহকারী লাইব্রেরিয়ান জলি বেগম। কলেজের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গৌতম সরকার পুরস্কৃতদের প্রতি অভিনন্দন ও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির