Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেষ মূহুর্তে জমে উঠেছে নবীগঞ্জের ঈদ বাজার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেষ মুহুর্তে হলেও জমে উঠেছে নবীগঞ্জে ঈদ বাজার। উপজেলা সদরের সবগুলো মার্কেটে এখন তিল ধারণের ঠাই নেই। কেনা কাটায় ব্যস্ত পল্লী বধুদের পদচারনায় মূখরিত হয়ে উঠেছে বাজারের সর্বত্র এলাকা। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ঈদের কেনা কাটায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। শহরের সেন্ট্রাল প্লাজায় লেডিস ফ্যাশন’র এক ক্রেতা সুলতানা জাহান জানান, অন্যান্য বছরের তুলনায় দোকানদারগণ এ বছর তাদের কানেকশানে নতুনত্ব এনেছেন। এই দোকানে সর্বোচ্চ ৬ হাজার থেকে ১২ হাজার টাকা মুল্যের মেয়েদের ফোর টার্স, সোনাক্ষী ড্রেস এবং ৫ থেকে ১৫ হাজার টাকা মুল্যের জামদানী শাড়ি রয়েছে। এ ছাড়া ছেলেদের জন্য রয়েছে নতুন ডিজাইনের শার্ট, পাঞ্জাবী, জিন্সের প্যান্ট। তবে এবারের ঈদের কেনা কাটায় পুরুষের চেয়ে মহিলাদেরকেই মার্কেটিংয়ে উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে। পুরুষরা তাদের কর্মব্যস্ততা নিয়ে সময় করতে না পারায় গৃহকত্রীরাই নিজের, স্বামী ও বাচ্চাদের জন্য ঈদের কেনা কাটা করতে হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। নবীগঞ্জ শহরের সকল মার্কেটেই দেখা গেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভীড়। তাদের পছন্দ মতো কাপড় কিনতে পেরে ভেজায় খুশি তারা। দোকানে দোকানে ঘুরে ঘুরে পছন্দের পোষাক কিনতে কোন ক্লান্তি নেই মনে। তবে বাজারে দেশীয় পণ্যের চেয়ে ইন্ডিয়ান পণ্যের কদর বেশী বলে বেশ কিছু ক্রেতা জানিয়েছেন। বাচ্চারাও তাদের পছন্দের কাপড় পেয়ে মহা আনন্দ ভোগ করছেন। উঠতি বয়সের ছেলে-মেয়েদের নতুনত্ব পোষাক পাওয়ায় তাদের চাহিদা মতো কেনা কাটা করছেন নির্বিঘেœ। এবারের ঈদে ধণাঢ্য, মধ্যবিত্ত, নিম্ন মধ্য বিত্ত’র দের মধ্যে ঈদের আনন্দ ভয়ে গেলেও ছিন্নমূল মানুষের আনন্দ দেখা যায়নি।