Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ১২২টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দূর্গাপূজায় ১শ ২২টি পূজামন্ডবে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা মিলনায়তনে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল দাশ, সেক্রেটারী লিটন রায়, শংকর পাল সুমন, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া। মাধবপুরে কৃষকের জমি জোরপূর্বক দখলের চেষ্টা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হাড়িয়া গ্রামে কৃষক ফুল ইসলামের কৃষি জমি ও দোকান জোরপূর্বক দখলের চেষ্টা করেছে একটি প্রভাবশালী মহল। দখলে বাধা দিলে কৃষক ফুল ইসলাম ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে ফুল ইসলাম মাধবপুর থানায় হাড়িয়া গ্রামের জাকির হোসেন ও আব্দুল হালিমের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করেন হাড়িয়া মৌজায় ৯ শতক জায়গায় কৃষি চাষাবাদের পাশাপাশি বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি হাড়িয়া গ্রামের জাকির হোসেন ও আব্দুল হালিমের নেতৃত্বে তাদের দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় দখলে বাধা দিলে তারা তাদের হত্যার হুমকি দেয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ তদন্ত করে শান্তি শৃংখলা রক্ষার্থে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। মাধবপুরে জালিয়াত চক্র সক্রিয় মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরে (কাছারী) ইউনিয়ন ভূমি অফিসে একটি ভূমি জালিয়াত চক্রের উৎপাত বেড়ে গেছে। এই চক্রটি জাল দলিল সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন। ভুক্তোভোগীরা জানান, উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস একটি গুরুত্বপূর্র্ণ সরকারি প্রতিষ্ঠান। ভূমি অফিসের মধ্যে ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ ভূমির কাগজপত্র সংরক্ষিত থাকে। এ ভূমি অফিসের সরকারি কর্মচারী নন অনেক লোক সরকারি কাজকর্ম করতে দেখা গেছে। মাধবপুরে কৃষি জমি শিল্পের জন্য নির্বাচিত হওয়ায় জমির দাম বেড়ে যাওয়ায় জালিয়াত চক্রটি সক্রিয় ও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কারনে জমি সংক্রান্ত ঘটনায় মাধবপুরে খুন খারাপি ও আইনশৃংখলার অবনতি হচ্ছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ফেলে জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান করা হবে।