Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শাহজালাল ট্রাস্টের ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভায় অধ্যক্ষ নজির আহমেদ ॥ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের গভর্নিংবডি’র চেয়ারম্যান নিরুপম দেব বলেন, ইভটিজিং একটি ধর্মীয় ও সামাজিক অপরাধ। এটি এক ধরনের যৌন আগ্রাসন যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য, প্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেওয়া বা শরীরের সংবেদনশীল অংশে হস্তেক্ষেপ করা। তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধে আমাদের অভিভাবক সহ সকল কে সজাগ থাকতে হবে।
নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ বলেন, বাল্য বিবাহ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাল্য বিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে, দরিদ্রতা যৌতুক, সামাজিক প্রথা, বাল্য বিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্খ। নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। তিনি আরো বলেন, বিভিন্ন কারণেই বাল্য বিবাহ বেড়েছে। বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দেশের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন হবিগঞ্জ শাহজালাল (রঃ)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক আয়োজিত গত ২২ সেপ্টেম্বরে ২০২২, বৃহস্পতিবার দুপুর ১টায় নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ অডিটোরিয়ামে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজনদের নিয়ে “ইভটিজি এবং বাল্য বিবাহ” প্রতিরোধে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট-এর সদস্য আমিনুল ইসলাম বাবুল, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মো. জাবের আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরণ লেখক ফোরাম সিলেটের উপদেষ্টা এবং নবীগঞ্জ নহরপুর শাহজালাল (রঃ) আলিম মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহীম ইউসুফ, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি মাওলানা মো. আব্দুল কাইয়ুম, হযরত আমরোডী ছাহেব (রঃ)-এর নাতি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আমিমুল ইহসান তাহসিন, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের সিনিয়র প্রভাষক মো. সুমন মিয়া, প্রভাষক দীপ শংকর রায়, বিদ্যুৎ চন্দ্র পাল, হেপী পাল, স্বর্না পুরকায়স্থ, দিপিকা বনিক প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ শাহজালাল (রঃ) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর ট্রাস্টিং কমিটির দায়িত্বশীল বৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীবৃন্দ।