Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অর্থ ও জুয়াখেলার সরঞ্জামাদি সহ ৬ জুয়ারি আটক

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের জলসুখার নোয়াগড় গ্রাম থেকে নগদ অর্থ ও জুয়াখেলার সরঞ্জামাদি সহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় এক পলাতক আসামী সহ অপর জুয়ারিরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখার নোয়গড় গ্রামের দীর্ঘদিনের পলাতক আসামি দীর্ঘদিন ধরে জুয়াখেলার আয়োজন করে আসছিল। বিভিন্ন এলাকার জুয়ারিরা জুয়াখেলায় অংশ নিত। সকাল থেকে গভীররাত অবদি চলত এ জুয়াখেলা। গোপনসূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশে গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফের নেতৃত্বে এসআই প্রদীপ, আনোয়ার, পুনুয়েল হাচ্ছা ও মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম নোয়গড় গ্রামের আল আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় দীর্ঘদিনের পলাতক আসামি আল আমিন সহ চিহ্নিত জুয়ারির একাংশ পিছনের দরজা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ওই সময় জুয়াখেলা অবস্থায় ৬ জুয়ারিকে আটক করে পুলিশ। জুয়ারিদের নিকট থেকে নগদ ২ হাজার ৯৭৫ টাকা ১০৪ টি তাস সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। আটককৃতরা হল, নোয়গড় গ্রামের বাসিন্দা সাজেদ উল্লাহর পুত্র রাসেল মিয়া (৩৫) মৃত-কাইয়ূম উল্লাহর পুত্র আব্দুল খালেক (৫০) হরিছ উল্লাহর পুত্র সুমন মিয়া (৩০) আজমিরীগঞ্জ পৌরসভাধীন শুক্রীবাড়ি গ্রামের মৃত- আফিল উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন (৫০)। বানিয়াংয়ের দৌলতপুর গ্রামের মৃত- জিতু মিয়ার পুত্র রুয়েল মিয়া (৩৪) কিশোরগঞ্জের ইটনার শান্তিপুর গ্রামের বাসিন্দা আক্কাছ মিয়ার পুত্র ওয়াসিম মিয়া (৪০)।