Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ স্বর্ণ শ্রমিকের কীটনাশক পানে আত্মহত্যা

স্টাফ রির্পোটার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার টানবাজারের একটি স্বর্ণের দোকানের শ্রমিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। আজমিরীগঞ্জ থানায় এনে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশপাশের লোকজন জানায়, সুনামগঞ্জের শাল্লা বড়হাটির বাসিন্দা মৃত ললিত কর্মকারের পুত্র ঝন্টু কর্মকার (১৭) আজমিরীগঞ্জ পৌর এলাকার টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার অদূরে একই এলাকার সরাপনগর (গঞ্জেরহাটি) গ্রামের মৃত- নীতিশ বণিকের পুত্র গৌতম বণিকের মালিকাধীন রাশি শিল্পালয়ে দীর্ঘদিন স্বর্ণ শ্রমিক হিসেবে কাজ করত। গত সোমবার দিবাগত সন্ধ্যায় দোকানের পিছনে সকালের অগোচরে সে কীটনাশক পান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর তার মরদেহ তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায় নিয়ে যায় স্বজনরা। বিষয়টি জানাজানি হলে, গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা থেকে মরদেহ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সুরতহাল প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।