Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে চা শ্রমিক নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে আর্থপিডিয়া গ্লোবালের সেনিটারী ন্যাপকিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নারী চা শ্রমিকদের মাঝে আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১’শ প্যাকেট সেনিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার চান্দপুর চা বাগানের নাচঘরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরায়েজী।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। “এন্ড পিরিয়ড পভার্টি” প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ন্যাপকিন বিতরণ, মাসিক স্বাস্থ্য সুরক্ষা, সচেতনামূলক ক্যাম্পিং, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যাংক বিতরণ। এ প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ১০লক্ষ নারীদের মাঝে বিনামূল্যে সেনিটারী ন্যাপকিন বিতরণ যার মধ্যে প্রাধান্য দেওয়া হবে চা শ্রমিক নারীদের। এ সংগঠন এগুলোর পাশাপাশি নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমঝোতা, শিশু কিশোরীদের নিরাপদ অনিরাপদ স্পর্শ নিয়ে ক্যাম্পিংসহ সমাজের বিভিন্ন বিষয়ে প্রান্তিক উঠান বৈঠক করা হয়।
আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী ২০২১ সালে জাতিসংঘ ভলন্টিয়ার বাংলাদেশের অনুপ্রাণিত নারী হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে, সিলভী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের পুত্রবধু ও হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমনের সহধর্মিনী।