Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘটনায় সময় ঔষধ ক্রয় করতে ফার্মেসীতে থাকলেও বাহুবলের শোয়েব চৌধুরী হত্যা মামলার আসামী হলেন মোমশেদ আলী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের শংকরপুর সংঘর্ষে শোয়েব চৌধুরী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় নিরপরাধ মোমশেদ আলীকে আসামী করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতারও করে র‌্যাব। অথচ মোমশেদ আলী ঘটনার সময় তার মায়ের জন্য ঔষধ ক্রয় করতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার জনক ফার্মেসীতে ছিলেন। মোমশেদ আলী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের কুটি বাড়ির শওকত আলী পুত্র। মামলার বিবরণ ও মোমশেদ আলীর পারিবারিক সূত্র জানায়, বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত কাইয়ূম চৌধুরীর ছেলে শোয়েব আহমেদ চৌধুরীর সাথে দীর্ঘদিন যাবৎ তার চাচা সিজিল মিয়া চৌধুরী ও তার পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে শোয়েব আহমেদ চৌধুরী বাহুবল হামিদনগর ডিএনআই সরকারি মডেল হাইস্কুলের সামনে চাচী ও চাচাতো ভাইকে ছুরিকাঘাত করেন। ওই ঘটনায় চাচা ও চাচীর মামলায় শোয়েব আহমেদ চৌধুরী (২৬) দীর্ঘদিন কারাভোগ করেন। এর কয়েক মাস পর শোয়েব চৌধুরীর চাচা সিজিল মিয়া চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। দীর্ঘদিন চিকিৎসার পর সম্প্রতি সিজিল মিয়া গ্রামের বাড়িতে মারা যান। স্থানীয় এলাকাবাসী জানায়, সিজিল মিয়া মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে গিয়ে শোয়েব চৌধুরী তার লাশ দাফন করতে বাঁধা দেন। কিন্তু তার আত্মীয় স্বজনও স্থানীয় মুরুব্বীয়ান বাধা উপেক্ষা করেই সিজিল মিয়ার লাশ দাফন সম্পন্ন করেন। এ বিষয়টি নিয়ে শোয়েব চৌধুরী সিজিল মিয়া সন্তানদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়। এর মধ্যে শোয়েব চৌধুরী বাড়িতে গিয়ে কয়েক দফা তাদের হুমকি দিয়ে আসে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল প্রায় ৪টার দিকে শোয়েব আহমেদ চৌধুরী তার লোকজন নিয়ে শংকরপুর গ্রামে তার নিজ বাড়িতে যান। সেখানে যাওয়ার পর চাচাতো ভাই ও স্কুলছাত্রী চাচাতো বোনের সাথে পূর্ব বিরোধের জের ধরে শোয়েব চৌধুরীর বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শোয়েব চৌধুরীকে আশপাশের লোকজন উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেলে শোয়েব আহমেদ চৌধুরীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী ৭ জনকে আসামী করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের শওকত আলীর ছেলে মোমশেদ আলীকে ৩নং আসামী করা হয়। অথচ মোমশেদ আলী ঘটনার সময় তার অসুস্থ মায়ের জন্য ঔষধ ক্রয় করতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার জনক ফার্মেসীতে ছিলেন। ফামের্সীতে থাকা ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজে পর্যবেক্ষণ করে দেখা যায়, বিকেল ৩টা ৫৬ মিনিটে মোমশেদ জননী ফার্মেসীতে রয়েছেন। যার রেকর্ডকৃত ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। এ ব্যাপারে জনক ফার্মেসীর স্বত্বাধিকারী ঝন্টু দাস জানান, মোমশেদ আলীকে বাহুবলের শংকরপুর গ্রামের তার নানা বাড়িতে সংঘটিত একটি হত্যা মামলায় আসামী করা হয়েছে। অথচ ঘটনার যে সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে ওই সময় মোমশেদ আলী আমার দোকানে ঔষধ ক্রয় করছিলেন। যা আমার সিসি ক্যামেরায় রেকর্ড আছে। পরবর্তীতে আমি জানতে পারি তাকে ওই ঘটনায় আসামী করা হয়েছে। যা দুঃখ জনক। মোমশেদ আলীর পারিবারিক সূত্র জানায়, মোমশেদের আপন মামাত ভাই নিহত শোয়েব চৌধুরী। মোমশেদের নানা আর নিহত শোয়েব চৌধুরীর দাদা মারা যাওয়ার পর চাচা ও ফুফুদের যৌথ সম্পত্তির বাটোয়ারানামার তোয়াক্কা না করে বন্ধক, ও বিক্রি করেন শোয়েব চৌধুরী। এছাড়াও জায়গার দলিল নিজের নামে রেকর্ড করার অপচেষ্টা করেন শোয়েব চৌধুরী। চাচা, ফুফু, চাচাত ভাইয়ের জমি-জমা দখল করে ভূয়া দলিল/নথি তৈরী করণসহ তার ইচ্ছে তাই করছিলেন শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী নির্যাতনে অতিষ্ট ছিলেন তার স্বজনরা। মোমশেদ আলীর মা জায়েদা খাতুন জানান, আমার বাবা মারা যাওয়ার পরই ভাইয়ের ছেলে শোয়েব দু’জন জনপ্রতিনিধিসহ কিছু দুষ্টু লোকের সরাসরি ও পরো মদদে চলছিল। শোয়েব তাদের প্ররোচনায় পরে তার ফুফুর মার্কেট ও জমি দখল করে রেখেছিল। প্ররোচনায় পড়েই সে চাচা, চাচী, চাচাত ভাই, বোন ও ফুফুদের সাথে পারিবারিক সূত্র সৃষ্টি করেছে। সম্পত্তি ভাটবাটোয়ারা করতে গিয়ে একবার আমার উপর ও শোয়েব হামলা করেছিল। এ ঘটনায় এখনো আদালতে মামলা চলমান রয়েছে। সর্বশেষ এই দ্বন্দ্বের কারণে সে প্ররোচনাকারীদের কাছে নিহত হয়েছে। তিনি বলেন-আমার ছেলে মোমশেদ ঘটনার সময় আমার জন্য ফার্মেসীতে ঔষধ আনতে গিয়েছিল। ওই সময় সে ফার্মেসীতে ছিল। যার প্রমাণ ফার্মেসীর সিসি ক্যামেরা ভিডিও ফুটেজই। কিন্তু শোয়েবের মা, বোন ষড়যন্ত্রকারীদের নিদের্শনায় আমার ছেলেকে আসামী করেছে। তিনি মোমশেদ মিয়াসহ এই মামলায় যারা নিরপরাধ আসামী রয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।