Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিবিয়ানার বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য প্রবাসীদের চিঠি হস্তান্তর

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানার জনপদে বিভিন্ন দাবীতে নবীগঞ্জের যুক্তরাজ্য প্রবাসীরা প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান করেছে। যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে গড়ে উঠা গ্যাস চাই আন্দোলনের আহবায়ক নাসির উদ্দিন শ্যামল এবং সদস্য সচিব গীতিকার ও কবি কুতুব আফতাব স্বাক্ষরিত চিঠি নিজ হাতে গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবীগুলোর মধ্যে রয়েছে গ্যাস প্রাপ্তি, বেকার যুবকদের কর্মসংস্থান, শিল্প কারখানা স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এনিয়ে বঞ্চিত জনপদে নতুনমাত্রা যুক্ত হয়েছে। ২২ জুলাই যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রীকে এ চিঠি হস্তান্তর করা হয়। প্রবাসী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিবিয়ানায় উৎপাদিত গ্যাস দেশের অর্থনৈতিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখছে। দেশে গ্যাসের চাহিদার প্রায় ৫০% পূরণ করছে বিবিয়ানার গ্যাস। বঞ্চিত রয়েছে জনপদের মানুষ। মার্কিন কোম্পানী শেভরন গ্যাস উত্তোলনে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত চিঠি সূত্রে প্রকাশ, উপজেলার উন্নয়নে তেমন কোন ভূমিকাই রাখছেনা শেভরন। জমির মূল্য পরিশোধ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। স্থানীয়দের কর্মসংস্থান ও ঠিকাদারী কাজ নিয়ে প্রতিশ্র“তি ভঙ্গ করেছে মার্কিন ওই কোম্পানী। এনিয়ে জনপদে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ট সহযোদ্ধাদের বিচরণ ভূমি নবীগঞ্জ। এ জনপদের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি প্রয়োজন। যুক্তরাজ্য প্রবাসী ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের নেতারা বলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতাদের সহায়তায় প্রধানমন্ত্রীকে চিঠি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী মৃদু হাসিতে চিঠি গ্রহণ করেন। এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সরব আলোচনা শুরু হয়েছে। আন্দোলন, কর্মকৌশল এবং প্রস্তুতিতে যুক্ত একাধিক সূত্র জানায়, কর্মসংস্থান, উন্নয়ন, স্থানীয়দের মূল্যায়ন এবং গ্যাসের দাবি নিয়ে দালালীর সুযোগ দেয়া হবেনা। প্রবাসীদের চিঠি আন্দোলনে নতুনমাত্রা যুক্ত করেছে।