Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের ঈদগাঁহ বাইপাস সড়কে বিদ্যুতের লো ভোল্ডেজ ॥ বিকল হচ্ছে ইলেক্টনিক্স সামগ্রী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ বাইপাস সড়কে ভেঙ্গে যাওয়া বিদ্যুতের খুঁটি ৩৬ ঘণ্টা লেগেছে মেরামত করতে। শুধু তাই নয়, ওই এলাকার শত শত বাসা বাড়ি বিদ্যুতবিহীন ছিলো। বারবার ফোন করেও বিদ্যুত অফিস থেকে কোনো সাড়া মিলেনি। অবশেষে এলাকাবাসী বিদ্যুত অফিসে গিয়ে যোগাযোগ করলে খুঁটি মেরামত হলেও বিদ্যুত চলে লো ভোল্ডেজে। এতে মানুষের ফ্রিজ, টিভি, মোটরসহ ইলেক্ট্রনিক্স সামগ্রী বিকল হয়ে যায়। এলাকাবাসী আরও জানান, গত শুক্রবার ভোরে হেলপাররা মর্ডান চেয়ার কোচ চালিয়ে শেখার সময় ঈদগাঁহ বাইপাস উত্তর বহুলা মোকামবাড়ির মধ্যবর্তী স্থানে খুঁটিতে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে। এতে গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে গাড়ির মালিক বিদ্যুত বিভাগকে ক্ষতিপূরণ ৬০ হাজার টাকা দেন। ক্ষতিপূরণ পাওয়ার পরও কচ্ছপ গতিতে কাজ করে ৩৬ ঘণ্টা বিদ্যুত খুঁটি মেরামত বিদ্যুত সরবরাহ সচল করা হয়। অনেকেই অভিযোগ করেন, প্রায়ই বিদ্যুত চলে গেলে জরুরি বিভাগ ফোন রিসিভ করে না। এমনকি নির্বাহী প্রকৌশলী কোনো কোনো সময় ফোন রিসিভ করে আশার বাণী শুনান। কিন্তু কাজ হয় না। গতকালও উত্তর বহুলা, ঈদগাহ রোড, দক্ষিণ ও পূর্ব মোহনপুরসহ বিভিন্ন এলাকায় শত শত বাসাবাড়ি বিদ্যুত বিহীন থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে ওই সব এলাকায় বিদ্যুত লো ব্লোডেজে চলছে।